শনিবার, ২২ মার্চ ২০২৫

সন্তানদের শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো রাজনীতিবিদ বানান: সারজিস

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আপনাদের সন্তানদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাবেন না। এখন থেকে তাদের ভালো রাজনীতিবিদ বানান। কারণ সংসদে ভাগ্য নির্ধারণের জায়গা। সেখানে রাজনীতিবিদরা ভাগ্য নির্ধারণ করেন। তাই দেশের ভাগ্য নির্ধারণে তাদেরকেও রাজনীতিতে আসতে হবে।’

 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটতলা চত্বরে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সরকার বদলের পরও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এ জন্য কী আমরা আন্দোলন করেছিলাম। একটা কথা মনে রাখবেন, পঞ্চগড়ের মানুষের পেশি রিকশা চালকের পেশি। আমরা রাস্তায় নামলে চাঁদাবাজি সিন্ডিকেটের মূলোৎপাটন করে ছাড়বো।’

তিনি বলেন, ‘পঞ্চগড় নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশের যে সীমান্ত, এই চার দেশের যে গলা, এই চার দেশের যে নিঃশ্বাস, এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই তেতুঁলিয়া, বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেব। একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদের একপাশ দিতে পারেন। তবে, সৃষ্টিকর্তা আমাদের গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছেন।’

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, আবু সাইদ লিয়ন, মিশু আলী সুহাস, জহির রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, আজ সকালে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা।

নাঈম/মাসুদ

Source link

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সন্তানদের শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো রাজনীতিবিদ বানান: সারজিস

আপডেট : ০৫:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আপনাদের সন্তানদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাবেন না। এখন থেকে তাদের ভালো রাজনীতিবিদ বানান। কারণ সংসদে ভাগ্য নির্ধারণের জায়গা। সেখানে রাজনীতিবিদরা ভাগ্য নির্ধারণ করেন। তাই দেশের ভাগ্য নির্ধারণে তাদেরকেও রাজনীতিতে আসতে হবে।’

 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বটতলা চত্বরে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সরকার বদলের পরও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এ জন্য কী আমরা আন্দোলন করেছিলাম। একটা কথা মনে রাখবেন, পঞ্চগড়ের মানুষের পেশি রিকশা চালকের পেশি। আমরা রাস্তায় নামলে চাঁদাবাজি সিন্ডিকেটের মূলোৎপাটন করে ছাড়বো।’

তিনি বলেন, ‘পঞ্চগড় নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশের যে সীমান্ত, এই চার দেশের যে গলা, এই চার দেশের যে নিঃশ্বাস, এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই তেতুঁলিয়া, বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেব। একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদের একপাশ দিতে পারেন। তবে, সৃষ্টিকর্তা আমাদের গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছেন।’

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, আবু সাইদ লিয়ন, মিশু আলী সুহাস, জহির রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, আজ সকালে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা।

নাঈম/মাসুদ

Source link